ব্যবসায়ীকে হেরোইন দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে সোর্সসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৯:২২

চাঁপাইনবাবগঞ্জে সদর শাজাহানপুর ডোডা পাড়া এলাকায় একটি মুদি দোকানের টিনের চালায় হেরোইন গুঁজে দিয়ে ব্যবসায়ী মো. বেলালকে (২২) ফাঁসানোর চেষ্টার অভিযোগে সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ জুলাই) রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে। মুদি দোকানদার বেলাল ওই গ্রামের মো. আলা ফাটের ছেলে।

এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, সোর্স সদর উপজেলার নরেন্দ্রপুরের সিরাজুল ইসলামের ছেলে মো. বুলবুল (২৫), একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮) ও সদর উপজেলার মহারাজপুর মিয়া সাহেব পাড়ার মো. জিন্নাতের ছেলে মো. জায়াউল (৩৫)।

গোয়েন্দা পুলিশ উপপরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম বলেন, স্থানীয় শত্রুতার কারণে ১শ’ গ্রাম হেরোইন দিয়ে ব্যবসায়ী বেলালকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করে সোর্স বুলবুল সহ অনন্যরা। কিন্তু ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তদন্তে বেলাল নির্দোষ প্রমাণিত হলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপপরিদর্শক রশিদুল।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত