সাতক্ষীরায় শিক্ষার্থীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১৯:৫৩

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় এক মাদরাসা ছাত্রীকে উত্যক্ত ও স্পর্শকাতর স্থানে হাত দেওয়ায় আকরাম নিকারী (২৪) নামের এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন এ সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আকরাম নিকারী তালা সদরের জেয়ালানলতা গ্রামের হাফিজুল নিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা সদর ইউপির আটারই গ্রামের জে,এন,এন দাখিল মাদরাসার ছাত্রীকে যাতায়াতের সময় আকরাম নিকারী প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল। সোমবার সকালে মাদরাসায় যাওয়ার সময় বখাটে আকরাম নিকারী ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয় ও লাঞ্চিত করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলেই তারা বখাটে যুবককে মাদরাসা প্রাঙ্গণে বেঁধে রাখে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের পর বখাটে যুবক আকরাম নিকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত