স্বর্ণে গোলমাল: অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের বৈঠক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১২:৪৯

সাহস ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বুধবার (১৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন- অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কালিপদ, ব্যাংকিং বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান প্রমুখ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিদেশে অবস্থান করায় প্রতিমন্ত্রী বুধবার অর্থ মন্ত্রণালয়ে ‘জরুরি’ এই বৈঠক ডেকেছেন।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ৯৬৩ কেজি স্বর্ণ পরীক্ষা করে বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও আংটির জায়গায় এখন আছে মিশ্র বা সংকর ধাতু। আর ২২ ক্যারেটের স্বর্ণ হয়ে গেছে ১৮ ক্যারেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত