‘জনপ্রশাসন পদক ২০১৮’-এর জন্য মনোনীত সুনামগঞ্জের জেলা প্রশাসক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৮:৩০

সাহস ডেস্ক

সিভিল সার্ভিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘জনপ্রশাসন পদক ২০১৮’-এর জন্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। আগামী ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।

ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি এ পদক পেয়েছেন। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ইতিমধ্যে সুনামগঞ্জের ৩১টি ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি’ স্থাপন করেছেন এবং অবশিষ্ট ইউনিয়নসমূহে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কাজ চলমান রয়েছে।

এছাড়া গত বোরো মওসুমে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ তদারকিতে তিনি নিরলস কাজ করেন। প্রতিটি উপজেলায় সরেজমিনে গিয়ে বাঁধের কাজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের তাগিদ দিতেন।

উল্লেখ্য, মো. সাবিরুল ইসলাম ২০১৭ সালের ২১ মে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাবনা জেলার সদর উপজেলার বাসিন্দা। মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার ছেলে তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত