রাবিতে আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয় শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ১৭:০৬

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) আয়োজিত ‘আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১০টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও সম্মানিত অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। আইবিএস পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তৃতা দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত ঐতিহাসিক অধ্যাপক মেজবাহ কামাল। সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের অনগ্রসর শ্রেণির বিশিষ্ট সংগঠন নীতিশ বিশ্বাস। দিনব্যাপী এই সেমিনারে দেশ-বিদেশের গবেষকদের ২২ প্রবন্ধ উপস্থাপিত হয়।

ইনস্টিটিউটের পিএইচডি গবেষক নিবেদিতা রায় ও এমফিল গবেষক নাজনীন নাহার সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনায় সেমিনারে দেশ-বিদেশ থেকে প্রায় একশত শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা অংশ নেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত