রাজশাহীতে এইচএসসি অকৃতকার্য ৫ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশ : ২০ জুলাই ২০১৮, ২১:০৬

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। ওই শিক্ষার্থীদের মধ্যে কেউ বিষপান, কেউ ট্যাবলেট খেয়ে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে তারা এই আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ওই পরীক্ষার্থীরা হলেন, রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার মাহাবুব আলমের মেয়ে ইতি (১৮), কাটাখালী এলাকার আজগর আলীর মেয়ে শিখা খাতুন (১৮), এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকার সোহানের মেয়ে সোহানা (১৮), বাগমারা উপজেলার লক্ষীপাড়া এলাকার আমজাদের ছেলে তপু (১৮) ও নাটোরের বাঁশবাড়িয়া এলাকার সেলিমের মেয়ে শ্যামা (১৮)।

এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন শ্যামার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রামেকের আট নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম রফিক বলেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ জন পরীক্ষার্থীকে ভর্তি করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত