আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১১:৫০

সাহস ডেস্ক

জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠান জনপ্রশাসক পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এই অর্জন সরকারের সব কর্মকর্তা-কর্মচারীর প্রচেষ্টার ফসল। সরকার দেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের কর্মকর্তাদেরও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

আজ সোমবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির জনক যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনকের হত্যাকাণ্ডের পর সমৃদ্ধির ধারায় ছেদ পড়ে। দেশের অগ্রযাত্রা থমকে যায়।

প্রধানমন্ত্রী বলেন, পচাত্তরের পরের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস, সংবিধান লংঘনের ইতিহাস, ক্যু’র ইতিহাস, ক্ষমতা দখলের ইতিহাস। পচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের ভাগ্য গড়েছেন। দেশের স্বার্থ তাদের কাছে গুরুত্ব পায় নি। দেশকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়ার মতো অবস্থা। পচাত্তরের পরবর্তী শাসকরা চেয়েছিল বাংলাদেশের মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ঘুরে বেড়াক।

প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সামগ্রিক উন্নয়নে জোর দেয়। দেশের মানুষের ভাগ্য গড়ায় জোর দেয়।

অনুষ্ঠানে জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বক্তব্য দেন। অনুষ্ঠানে ৩৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত