শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১১:৪৪

সাহস ডেস্ক

দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। কে-টাইপ ফেরিগুলো অ্যাম্বুলেন্সসহ হালকা, ছোট গাড়িগুলো নিয়ে যাতায়াত করছে।

আজ মঙ্গলবার (১৪ আগস্ট) ভোর থেকে সীমিত আকারে কে-টাইপ ফেরি চলাচল শুরু হয়। নাব্যতা সংকটের কারণে গেল কয়েক দিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে নৌরুটে।

এদিকে, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এর আগে রাত ১২টার দিকে নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, লৌহজং চ্যানেলের পাশ দিয়ে কে-টাইপ ফেরি চলাচল করছে। হালকা, ছোট গাড়িগুলো ফেরির মাধ্যমে পার করে দেওয়া হচ্ছে। নাব্যতা সংকটের কারণে বেশি লোড ফেরিতে নেওয়া যাচ্ছে না। চ্যানেলে ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসনের কাজ চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত