ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৫ সেপ্টেম্বর

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১৪:৪৭

সাহস ডেস্ক

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ আগস্ট) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ডিবি পুলিশ আদালতে কোন প্রতিবেদন না করায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে ৮ নম্বর সড়কের নিজ বাসায় খুন হন নিলয়। সন্ত্রাসীরা তার গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। দুই বছর ধরে তিনি ওই বাসায় ভাড়া ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আশামনি রাজধানীর খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত