ফেসবুকে উসকানিমূলক তথ্য প্রচারের দায়ে গ্রেপ্তার ২

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১৬:৩৯

সাহস ডেস্ক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক মিথ্যা তথ্য অপপ্রচারের দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (১৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)।

সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বলেন, গ্রেফতার দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া চেষ্টা করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ও ৬৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪। আরও তথ্যের জন্য আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারাই এসব অপপ্রচার করবে, অথবা করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত