গজারিয়া অংশে যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ১৬:১৭ | আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১৭:৫৯

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মহাসড়কের এই অংশে প্রায় চার কিলোমিটার জুড়ে যানজট ছিল।

শুক্রবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, সাপ্তাহিক ছুটির দিন ও ঈদকে সামনে রেখে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। ফলে গজারিয়া অংশে যানজট ও যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। দুপুরের দিকে সৃষ্টি হয় প্রায় চার কিলোমিটার যানজট। পরে ধীরে ধীরে যানজট কমতে শুরু করে। বিকেল সাড়ে ৩টা থেকে গাড়িগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে।