সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: ইনু

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ১৬:২৯

অনলাইন ডেস্ক

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জিয়া, খালেদা ও তারেককে নিয়ে দরকষাকষির নামে অপরাধীদের নির্বাচনে হালাল করার প্রক্রিয়ায় সরকার যাবে না।’

আজ শুক্রবার (১৭ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এ মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ আমার সমালোচনা করার মধ্য দিয়ে দিয়ে কার্যত জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার অপচিন্তা করছে।’

হাসানুল হক ইনু বলেন, ‘জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করতে না পারলে বাংলাদেশ নিরাপদ হবে না, রাজনীতিতে শান্তিও আসবে না। কারণ, এটা কোনো পরিবারের বিরুদ্ধে হিংসা নয়। বাংলাদেশকে রক্ষা, নিরাপদ রাষ্ট্র ও রাজনৈতিক শান্তি অর্জন এবং জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে করতে হলে জেনারেল জিয়ার পরিবারের মুখোশ উন্মোচন করা সবারই কর্তব্য।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০টায় তথ্যমন্ত্রী পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুরের ‘আমোদ আলীর বাড়ি থেকে বেদনবিল ব্রিজ’ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্ধোধন করেন। এছাড়া সকাল সাড়ে ১১টায় তিনি সদরপুর ইউনিয়নের মোচাইনগর গ্রামে জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুরও স্থাপন করেন।’