সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ আনছে বিমান বাংলাদেশ

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৬:০০

সাহস ডেস্ক

চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ, বোয়িংয়ের সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আজ।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং ফ্যাক্টরি থেকে ১৫ ঘণ্টা ফ্লাই করে আজ রবিবার (১৯ আগস্ট) বিকাল পৌনে ৫টায় আকাশবীণা নাম দেয়া উড়োজাহাজটি শাহজালাল বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। প্রথম ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ১ সেপ্টেম্বর ২০১৮ উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাতে ঢাকা থেকে কুয়ালালামপুরে প্রথম বাণিজ্যিকভাবে যাত্রা করবে এই আকাশযান। এরপর থেকে প্রতিদিন ঢাকা সিঙ্গাপুর ও ঢাকা কুয়ালালামপুরে রুট চলবে ড্রিম লাইনার। সিঙ্গাপুর রুটে এক মাস প্রমোশনাল ভাড়া অফার করছে বিমান।

চুক্তি অনুযায়ী নভেম্বরে আরেকটি এবং ২০১৯ সালে তিনটিসহ মোট চারটি ড্রিমলাইনার বিমানকে সরবরাহ করবে বোয়িং কেম্পানি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত