মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২, দগ্ধ ১১

প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ১২:৪০

সাহস ডেস্ক

খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে আগুন লেগে দুই জন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এতে তিনটি ট্যাংক-লরি পুড়ে গেছে।

আজ সোমবার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজু ও কামাল নামে নিহত দু’জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দগ্ধ ১১ শ্রমিকের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। তাদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে মেঘনা ডিপোর লোডিং পয়েন্টে প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে নিহতরা দুজনই নজেল ম্যান।

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিস্ফোরণ এবং এর পর অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।

বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিব মুন্সী বলেন, শুনেছি ট্যাংক-লরিতে তেল লোড দেয়ার সময় এই আগুন লাগে। দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত