চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গান পাউডার ও মাদকসহ গ্রেপ্তার ৫৫

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ সেপ্টম্বর) সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের ৫টি থানা এলাকায় এ অভিযান চালায় সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় উদ্ধার হয়েছে ২৫০ গ্রাম গান পাউডার, ২০২ বোতল ফেন্সিডিল ও ১৬২ লিটার চোলাই মদ।

জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মিন্টু রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের সাথে সাথে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবরুদ উদ্ধারের লক্ষ্যে জেলাব্যাপী এ অভিযান চালানো হয়। নাচোল থানা পুলিশ ২৫০ গ্রাম গান পাউডারসহ ৫ জনকে গ্রেপ্তার করে। শিবগঞ্জ থানা এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করে শিবগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ৫৫ জনের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামিও রয়েছেন বলে জানান পরিদর্শক মিন্টু রহমান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, নাচোল থানা এলাকায় বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হযেছে। এদের মধ্যে রাতে মাক্তাপুর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ২৫০ গ্রাম গান পাউডারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে জানান ওসি জোবায়ের।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত