আর নির্বাচন করছেন না অর্থমন্ত্রী!

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭

সাহস ডেস্ক

আর নির্বাচন করছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তবে তার নির্বাচনকালীন সরকারে থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত গ্রামীণ ব্যাংকের শেয়ারের ডিভিডেন্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, বুধবার আরেকটি অনুষ্ঠানে ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার ও ২৭ ডিসেম্বর ভোট হতে পারে বলে যে মন্তব্য তিনি করেছেন সেটি ছিল তার অনুমান। নির্বাচনকালীন সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী আর নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ডিভিডেন্ড প্রদানের ওই অনুষ্ঠানে শেয়ার হোল্ডারদের হাতে ডিভিডেন্ড হস্তান্তর করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা। এসময় ৬ কোটি ২৪ লাখ টাকার ডিভিডেন্ড হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত