নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ আসবে না: ওবায়দুল কাদের

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭

সাহস ডেস্ক

নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ আসবে না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। টেকনোক্র্যাট কেউ আসবে না, আকারটা ছোট হবে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি তাদের দু’একজন আরও অন্তর্ভুক্ত করতে বলেছে, অনুরোধ করেছে। সেটাও প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি কতটা বিবেচনা করবেন, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। এগুলো আলাপ-আলোচনার পর্যায়ে আছে।

কবে নাগাদ নির্বাচনকালীন সরকার গঠন হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, নাগাদটা এখন বলব না। অক্টোবরে হবে, হয়তো মাঝামাঝি। গতবার যেরকম সেই রকমই কাছাকাছি হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬০ থেকে ৭০ জন প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের। এছাড়া জোটগতভাবে নির্বাচন করলে শরীকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত