ডিএনসিসি’র প্যানেল মেয়র ওসমান গণির আর নেই

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫

সাহস ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি (৭৫) আর নেই। এছাড়া তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ডিএন‌সি‌সির প্রধান তথ্য কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ শনিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসমান গণির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থানরত তার ছেলে তাপস জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করছি যাতে যত দ্রুত সম্ভব মরদেহ নিয়ে আসা যায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের আজকের যে ফ্লাইটটা আছে সেটাতে আজই নিয়ে আসার চেষ্টা করছি।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডন গেলে গত বছরের ৪ সেপ্টেম্বর ওসমান গণিকে প্যানেল মেয়র নিয়োগ দেয়। আনিসুলের মৃত্যুর পরও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওসমান গণি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত