আগস্টে ঢাকায় আসবেন জাইকার প্রেসিডেন্ট

প্রকাশ : ২২ জুলাই ২০১৬, ১০:৫৭

সাহস ডেস্ক

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা বাংলাদেশ সফরে আসবেন। আগামী ৬ ও ৭ আগস্ট তিনি ঢাকা সফর করবেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নিহতের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি বিচার এবং ভবিষ্যতে সহায়তা কার্যক্রম বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন জাইকার প্রেসিডেন্ট।

গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নাগরিক নিহত হন। আরো একজন আহত হন।

এর আগে গত বছর অক্টোবরে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় এক জাপানি নাগরিক নিহত হন।

গুলশান হামলার পর গত ৬ জুলাই জাইকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, সংগঠনের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়কেই তাঁরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বিশ্বজুড়ে জাইকার কর্মকাণ্ড চলা স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত