বাংলাদেশি ৩৫ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৬, ১৫:৪৩

সাহস ডেস্ক

সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ এয়ারলাইন্সের শতাধিক ফ্লাইটে প্রায় ৩৫ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত ৪ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বড় ধরনের কোন অভিযোগ ছাড়াই সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৭০৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ হাজার ৯৪৬ জন নিরাপদে সৌদিতে পৌঁছেছেন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সৌদি এয়ারলাইন্স ৫৯ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বমোট ১০৪টি ফ্লাইটে  হজযাত্রীদের নেয়া হয়। পবিত্র হজ পালনে বর্তমানে সকলেই মক্কা ও মদিনায় অবস্থায় করছেন। আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ পালনের কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর মোট ৪৮৩টি এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজ করার কথা রয়েছে। গত ৪ আগস্ট থেকে হজ ফ্লাইট বাংলাদেশি হাজিদের নিয়ে সৌদি আরব যাচ্ছে যা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ফিরতি হজ ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত