চলে গেলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ১৬:১৫

সাহস ডেস্ক

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম মারা গেছেন।  বৃহস্পতিবার (২৫ আগস্ট) ২টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বঙ্গবন্ধুর রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল ইসলাম। তিনি সর্বশেষ ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীর মিরপুর ১৪ নম্বরে অবস্থিত সরকারি কোয়ার্টারে স্ত্রী এবং একমাত্র কন্যা সানজিদা বিলকিস বাঁধনকে নিয়ে থাকতেন মুহিতুল। 

উল্লেখ্য, ১২ জুলাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ৭ তলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন ৬৩ বছর বয়সী এ মুক্তিযোদ্ধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত