কপোতাক্ষের পাড়ে দুই লাখ তাল বীজ রোপণ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পাড়ে দুই লাখ তাল বীজ রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাটকেলঘাটা কালিবাড়ি কপোতাক্ষ নদের পাড়ে বীজ রোপনের উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, খলিলনগর ইউপি চেয়াম্যান আজিজুর রহমান রাজু, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, কপোতাক্ষ নদের দুই পাড়ে তাল গাছের বীজ রোপণ করলে একদিকে যেমন তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে অন্যদিকে কপোতাক্ষের বেঁড়িবাধ টেকসই হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত