বরিশালে মৃৎশিল্পী সম্মেলন ও মেলার উদ্বোধন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৯:২৮

সাহস ডেস্ক

বরিশালে অষ্টম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার  (০৭ অক্টোবর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন-শিল্পী রফিকুন নবী। পাশাপাশি উদ্বোধন করা হয় দুই দিনব্যাপী মৃৎশিল্প মেলারও।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নজরুল ইসলাম, বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, জেলা প্রশাসনের প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, শিল্পী ও গবেষক ড. কাজী মোজাম্মেল হোসেন, বাংলাদেশ চারুকলা শিল্পী সংসদের সাধারণ সম্পাদক শিল্পী মনিরুজ্জামান মনির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিন্ময়ী সিকদার প্রমুখ।

এর আগে সকাল ১০টায় শিশুদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এতে কয়েকশ’ শিশু-কিশোর অংশগ্রহণ করে। 

প্রথম দিনের অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় অশ্বিনী কুমার হলে শুরু হবে মৃৎশিল্পী সম্মাননা।

সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত