bangladesh-election-20221 রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের নিরঙ্কুশ জয়

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের নিরঙ্কুশ জয়

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৭, ১৩:৪০

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির ২০১৭ সালের কার্যকরী সংসদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)।

বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা প্যানেলকে হারিয়ে সংসদের ১৫টি পদের সবকটিতে জয়ী হয়েছেন তারা।

সভাপতি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রুহুল আমীন।

বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক দীলিপ কুমার মন্ডল। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে ১১৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৭৪ শিক্ষক।

ঘোষিত ফল অনুযায়ী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাদা প্যানেলের অধ্যাপক ছায়েদুর রহমান পেয়েছেন ৩৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক রুহুল আমিন। সাদা দলের প্রার্থী অধ্যাপক জাহাঙ্গীর কবীর পেয়েছেন ৩৬৮ ভোট।

দশটি সদস্য পদে বিজয়ীরা হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের নূরে আলম সিদ্দিকী, আইন বিভাগের ড. রফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের সারোয়ার আলম, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ড. খাইরুল ইসলাম, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মমতাজ পারভীন মাধবী, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সনজীব কুমার সাহা, দর্শন বিভাগের জাহিদুল ইসলাম এবং ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জেসমীন সুলতানা।

নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়াক অধ্যাপক ড. রকীব আহমদ বলেন, এ জয়ে প্রমাণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ লালন করে। তারা মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতার পক্ষে আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত