মিতু হত্যাকাণ্ডে অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৩

সাহস ডেস্ক

মিতু হত্যার ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে বুধবার (১৮ জানুয়ারি) অস্ত্র মামলাটির বাদী চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামানের সাক্ষ্য নেওয়ার মধ্যে দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব। সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হলেও বুধবার পুরো জবানবন্দি নেওয়ার আগেই দিনের কার্যক্রম শেষ হয়। 

বিচারক আগামী ২২ ফেব্রুযারি মামলায় তার বাকি জবানবন্দি নেওয়ার দিন ঠিক করেছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু মিতুকে হত্যা করা হয়। 

এ ঘটনায় ২৮ জুন ‘হত্যাকাণ্ডে ব্যবহার করা দুটি অস্ত্র’ ও বেশ কয়েকটি গুলিসহ এহতেশামুল হক ভোলা ও মনির হোসেন নামে দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে বাকলিয়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ওই মামলা করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত