জেনে নিন মানবপাচার কী

প্রকাশ : ১৪ মার্চ ২০১৭, ১৯:০১

সাহস ডেস্ক

মানবপাচার অর্থ কোনো ব্যক্তিকে

(ক) ভয়ভীতি প্রদর্শন করে বা বল প্রয়োগ করে বা

(খ) প্রতারণা করে বা উক্ত ব্যক্তির আর্থ-সামাজিক বা পরিবেশগত বা অন্য কোনো অসহায়ত্বকে কাজে লাগিয়ে অথবা

(গ) অর্থ বা অন্য কোনো সুবিধা লেনদেন-পূর্বক উক্ত ব্যক্তির উপর নিয়ন্ত্রণ আছে এমন ব্যক্তির সম্মতি গ্রহণ করে; বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে যৌন শোষণ বা নিপীড়ন বা শ্রম শোষণ বা অন্যকোনো শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে বিক্রি বা ক্রয়, সংগ্রহ বা গ্রহণ, নির্বাসন বা স্থানান্তর, চালান বা আটক করা বা লুকিয়ে রাখা বা আশ্রয় দেয়া হলে তা মানবপাচার বলে গণ্য হবে।

২. যে ক্ষেত্রে কোনো শিশু পাচারের শিকার হয়, সেক্ষেত্রে উপ ধারা (১) এর দফা (ক) হতে (গ) বর্ণিত মানবপাচার অপরাধ সংঘটনের মাধ্যমগুলো অনুসৃত হয়েছে কিনা তা বিবেচিত হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত