স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ১৬:৩৮

সাহস ডেস্ক

দীর্ঘ ১৫ বছর পর গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহ হত্যা মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (০৯ অগাস্ট) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া দণ্ডিতদের উপস্থিতিতে এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম ওরফে আতিক শেখ, নিজামউদ্দিন শেখের ছেলে সেলিম শেখ, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন শেখ, সামশুদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার ও আলম শেখ। 

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- ঘাগটিয়া গ্রামের আবু সাঈদের ছেলে আব্দুল মোতালেব, মোতালেবের  স্ত্রী আনোয়ারা বেগম ও হাসেম আলী শেখের ছেলে শেখ সামশুদ্দিন।

এছাড়া দণ্ডিত সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত