‘প্রধানমন্ত্রী কখনও মায়ের মতো, কখনও বোনের মতো’

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৬, ১৯:২৯

সাহস ডেস্ক

‘প্রধানমন্ত্রী কখনও মায়ের মতো, কখনও বোনের মতো। প্রধানমন্ত্রী সব সময় আমাদের কথা ভাবেন, আমাদের পাশে দাঁড়ান। সুযোগ সুবিধা দেখেন। চাকরিরত অবস্থায় পুলিশের কোনো সদস্য মারা গেলে তিন সদস্যের পরিবারের সদস্যরা যেন রেশন সুবিধা নিশ্চিত করেছে সরকার। প্রধানমন্ত্রী আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন’ বলেছেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। 

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে রাজারবাগ পুলিশ লাইনসে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যদের স্বজনদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। 

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলস কাজ করছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা জননিরাপত্তা বিঘিœত করবে তারা যেই হোক না কেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ 

পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা আরও বাড়বে আশ্বাস দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আইজিপি বা কমিশনার অসুস্থ হলে যে চিকিৎসা দেয়া হয় একজন কনেস্টেবল আহত হলেও একই স্বাস্থ্যসেবা পাবেন। আমরা সবাই এক বিপদে আপদে আমরা সবাই এক সঙ্গে থাকব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত