‘হি মাস্ট এক্সপ্লেইন, পরিষ্কার কথা’, আ.জ.ম. নাছিরকে আবদুল মালেক

প্রকাশ | ১১ আগস্ট ২০১৬, ১৫:২৮ | আপডেট: ১১ আগস্ট ২০১৬, ১৫:৩৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ. জ. ম. নাছিরের কাছে তার অভিযোগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ অগাস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।

বুধবার (১০ অগাস্ট) চট্টগ্রামে এক সভায় নাছির বলেন, ‘দাবি অনুযায়ী কর্মকর্তাদের ঘুষ দিলে যেখানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেত, সেখানে তা না দেওয়ায় এসেছে মাত্র ৮০ কোটি টাকা।’

সাম্প্রতিক এক ঘটনা তুলে ধরে মেয়র ওই অনুষ্ঠানে বলেন, যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা সিটি করপোরেশনের প্রকল্প পাস করার জন্য একটি নতুন পাজেরো গাড়ি চেয়েছিলেন।

আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, ‘তার এ অভিযোগ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিশেষ করে সচিবালয়ের কোন কর্মকর্তা তার কাছে ঘুষ এবং গাড়ি চেয়েছেন, তাকে ব্যাখ্যা দিতে হবে। হি মাস্ট এক্সপ্লেইন, পরিষ্কার কথা।’

এ দিকে সচিবালয়ের ওই সভায় চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরও উপস্থিত ছিলেন। সভা শেষে বের হওয়ার সময় তার অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, শীঘ্রই তিনি তার অবস্থান পরিষ্কার করবেন।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অভিযোগ যে কেউই করতে পারেন। তবে তা প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যায় না, আর ব্যবস্থা নেওয়াটা ঠিকও না। যেহেতু তিনি অভিযোগ করেছেন, তাই সেভাবেই মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্ত করা হবে। যদি তদন্তে প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কারণ অভিযোগটি গুরুতর।’