পাকিস্তানে সার্ক সম্মেলনে যাবে না বাংলাদেশ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৭

সাহস ডেস্ক

আগামী নভেম্বরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে সার্কের মহাসচিবকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া এবং তা নিয়ে কূটনীতিক টানাপড়েনের মধ‌্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিল।

পাশাপাশি ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানায়, ভারত, আফগানিস্তান ও ভুটান সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিকাশ সরুপ মঙ্গলবার তার টুইটারে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতে সার্কের বর্তমান প্রধান নেপালের কাছে জানিয়েছে আন্তঃসীমান্ত অঞ্চলে সন্ত্রাসী হামলা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বিষয়ে লাগাতার একটি সদস্যদেশের হস্তক্ষেপের ফলে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা ১৯তম সার্ক সম্মেলন করতে ইসলামাবাদের জন্য সহায়ক নয়।’

এ ব্যাপারে যেকোনও সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পাকিস্তান।

দক্ষিণ এশিয়াকে এক সূত্রে গাঁথার লক্ষ‌্য নিয়ে ১৯৮৫ সালে গঠিত জোট সার্ক এখনও আশার সঞ্চার ঘটাতে পারেনি। কাঙ্ক্ষিত লক্ষ‌্য পূরণের পথে বারবারই দিশা হারিয়েছে এই জোট। সার্কভুক্ত অন‌্য দেশগুলো হচ্ছে- নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত