ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিপ্লব দেব

প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১৩:২১

সাহস ডেস্ক

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। বিপ্লব দেব প্রথম বিজেপি নেতা, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্বের ভার নিয়েছেন। 

বিপ্লব কুমার দেব আজ শুক্রবার (৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২ টায় আগরতলায় আসাম রাইফেলসের মাঠে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথ নেন। সেখানে এসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ ও বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার। রয়েছেন বহু ভিভিআইপিরা। নবনির্বাচিত বিজেপি বিধায়করাও এসেছেন শপথ অনুষ্ঠানে।

জি নিউজের খবরে বলা হয়েছে, ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক রায়ে জয় পেয়েছে দল। অথচ, সেই জয়ের অন্যতম কারিগত বিপ্লব মাত্রাতিরিক্ত উল্লাসে রাজী নন। তিনি বলেন, ‘রাজ্যের মানুষই আমার শক্তি। যারা আমার সঙ্গে দেখা করতে আসেন তাদের থেকেই শিক্ষা পাই।’ 

বিপ্লব বলেন, ‘বামেরা ত্রিপুরায় কাজ করার সুযোজ পেয়েছে। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। রাজ্যের সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে এখানে উন্নয়ন করা যায় তা এবার বিজেপি দেখাবে। ত্রিপুরার মানুষ তাদের রায় দিয়েছেন, এবার কাজ করার পালা আমাদের।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত