বিষের পরিমাণ বাড়ছে কলকাতার বাতাসে

প্রকাশ : ০৩ মে ২০১৮, ১৬:১৫

সাহস ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্ট বলছে ভারতের সব থেকে দূষিত শহরগুলির মধ্যে শীর্ষে দিল্লি৷ রাজধানীর ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে কলকাতা৷ তালিকায় একেবারে দ্বিতীয় স্থানে ঠাঁই হয়েছে তিলোত্তমার৷ গবেষণা থেকে আরও একটি চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ তা হল দিল্লির থেকেও কলকাতার বাতাসের মান একেবারে নিম্ন৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দেশ জুড়ে চার হাজারের বেশি শহরে দূষণ নিয়ে পরীক্ষাটি চালায়৷ গত বুধবার সংস্থার সদর দফতর জেনেভাতে পরীক্ষার ফল প্রকাশিত হয়৷ তাতে যা বেরিয়েছে তা শহরের ভাবমূর্তিকে অনেকাংশে নষ্ট করছে বললেও ভুল বলা হবে না৷

WHOর রিপোর্ট অনুযায়ী, বাতাসে PM2.5 স্বাভাবিক পরিমাণ 10µg/m³৷ ২০১৫ তে বাতাসে PM2.5 (দূষিত পদার্থ, যা বিভিন্ন রোগের কারণ হতে পারে) পরিমাণ ছিল ৫২µg/m³৷ ২০১৬ তে PM2.5 পরিমাণ একলাফে বেড়ে পৌঁছয় ৭৪µg/m³তে৷ সংস্থার পরিবেশ বিশারদ বলেন, ‘‘কলকাতার বায়ুতে দূষিত পদার্থের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে৷’’

গত বছর সারা দেশেই দূষণের মাত্রা সবকিছুকে ছাপিয়ে যায়৷ কারণ হিসেবে দায়ী করা হচ্ছে শহরের যানবাহনগুলিকে৷ ২০১৬ তে কানপুর দূষণ তালিকায় ছিল প্রথম৷ বাতাসে PM2.5 পরিমাণ ছিল ১৭৩µg/m³৷ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাস গ্রহণ করে বেঁচে আছেন৷ বায়ু দূষণের কারণে প্রত্যেক বছর সাত মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে, এমনই বলছে সাম্প্রতিক গবেষণা৷ রিপোর্ট অনুযায়ী, বাতাসের দূষিত উপাদানগুলি ক্যান্সার, হৃদরোগ সহ একাধিক রোগের ঝুঁকিকে ক্রমাগত বাড়িয়ে চলেছে৷

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত