এক পলকে মাইকেল জ্যাকসন

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৬, ১১:২৭

সাহস ডেস্ক

পুরো নাম : মাইকেল জোসেফ জ্যাকসন
ডাক নাম : ওয়াকো জ্যাকো।
যে নামে পরিচিত : মাইকেল জ্যাকসন।
উপাধি : পপ কিং।
জন্ম : ১৯৫৮ সালের ২৯ আগস্ট, যুক্তরাষ্ট্র।
মৃত্যু : ২০০৯ সালের ২৫ জুন (৫০ বছর বয়সে)।
পেশা : পপ গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা ও ব্যবসায়ী।

সাফল্য : মাইকেলের গাওয়া ৫টি সংগীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে - অফ দ্য ওয়াল (১৯৭৯), থ্রিলার (১৯৮২), ব্যাড (১৯৮৭), ডেঞ্জারাস (১৯৯১) এবং হিস্টরি (১৯৯৫)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মাইকেল সর্বকালের সবচেয়ে সফল শিল্পী । ১৩টি গ্র্যামি পুরস্কার, ১৩টি প্রথম স্থান অধিকার করা একক সংগীত এবং ৭৫ কোটি অ্যালবাম বিক্রয়ের রেকর্ড মাইকেলের রয়েছে।

দাম্পত্য জীবন : ‘কিং অব রক অ্যান্ড রোল’ এলভিস প্রিসলির একমাত্র মেয়ে গায়িকা লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেছিলেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন। কিন্তু মাত্র ১৯ মাসের মাথায় তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। লিসার সঙ্গে ডিভোর্সের পর মাইকেল জ্যাকসন তার ডাক্তারের সহকারী ডেবি রোর সঙ্গে সম্পর্কে জড়ান। ডেবি গর্ভধারণ করলে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজন। বিয়ের তিন মাস পর জ্যাকসন-ডেবির প্রথম সন্তান প্রিন্সের জন্ম। দ্বিতীয় সন্তান প্যারিস জন্মের এক বছর পরই জ্যাকসন- ডেবির ছাড়াছাড়ি হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত