কমলনগরে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে রোধে প্রশিক্ষণ

প্রকাশ : ০৩ মে ২০১৬, ১৭:৪৯

মিসু সাহা নিক্কন

লক্ষ্মীপুরের কমলনগরে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে হিউম্যান ডেভলপমেন্ট ফোরাম (এইচডিএফ) এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেরা আরা বাশার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোলতানা জুবেদা খানম, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক একে এম জায়েদ বিল্লাহ, শিক্ষার্থী আয়েশা আক্তার তাহাবি, নুসরাত জাহান উর্মি, নাহিদা হোসন নবীন ও শাহিনুর আক্তার সানু প্রমুখ।

এ সময় তোয়ার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, চর লরেন্স উচ্চ বিদ্যালয়, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা ও জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষক, ইমাম ও স্থানীয় কাজীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত