রঙ্গমেলায় সম্মাননা পেলেন কৃষ্ণকুমারী

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯

সাহস ডেস্ক

নাটকের দল বটতলা আয়োজিত রঙ্গমেলার পঞ্চম দিনে মণিপুরি সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্ব কৃষ্ণকুমারী সিনহাকে সম্মাননা দেওয়া হয়েছে। 

সোমবার রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বটতলা আয়োজিত রঙ্গমেলায় এ অনুষ্ঠান হয়। কৃষ্ণকুমারী সিনহার হাতে সম্মাননা তুলে দেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এ সময় কৃষ্ণকুমারী সিনহা বলেন, ‘সবার ভালোবাসা নিয়েই যেন আজীবন পথ চলতে পারি।’ এরপর মণিপুরি ভাষায় গান গেয়ে শোনান কৃষ্ণকুমারী।

নাট্যশিক্ষক, গবেষক ও নির্দেশক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ বাংলাদেশ। নানা জাতিগোষ্ঠীর সংস্কৃতি নিয়ে আমরা সমৃদ্ধ। কৃষ্ণকুমারী সিনহা মণিপুরি সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ১৯৯৫ সালে মণিপুরি রাসলীলায় তাঁর পরিবেশনা আমি দেখেছি। এই গুণী শিল্পীকে সম্মান জানিয়েছে বটতলা। এর জন্য বটতলাকে অভিনন্দন জানাই।’

১৯৪৫ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঝাঁপের গাঁওয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণকুমারী সিনহা। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে মিলিয়ে এখন পর্যন্ত তিনি ৩০০র বেশি মণিপুরী রাসলীলায় সূত্রধারী (প্রধান গায়িকা) হিসেবে গান করেছেন। এ ছাড়া শতাধিক রাসলীলায় নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন। প্রায় ৩০ বছর যাবৎ মণিপুরী নৃত্যগুরু হিসেবে কাজ করছেন কৃষ্ণকুমারী সিনহা। এখন পর্যন্ত প্রায় ৩০টির মতো রাসলীলা পরিচালনা করেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত