বিষণ্ণতার রং

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৭, ১৬:২৭

মাঝে মাঝে নিজেকে খুব আলাদা মনে হয়
ডানা ভাঙ্গা এক চিল, স্বপ্নহারা,
শীতের শীর্ণ নদী !!

মাঝে মাঝে নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়
অনন্ত মহাকাশে ছুটে চলা, গ্রহাণু এক, 
ছন্দ হারা, চতুষ্পদী!!

মাঝে মাঝে পৃথিবীটাকে খুব আচেনা মনে হয়
বৃন্ত ছেড়া ফুল, শিকড় ছেঁড়া গাছ
এরও চেয়ে অচ্ছুৎ!!

মাঝে মাঝে জীবনটাকে নীল মনে হয়
কল্পনারও চেয়ে শীতল, বিষণ্ণ,
মৃত্যুরও চেয়ে অদ্ভুত!

বিষণ্ণতারও রং আছে জেনো, যৌবনে সে নিষিদ্ধ অযুত,
ক্ষণকালে রেখে যায়, হায় সুতীক্ষ্ণ দাগ
লাঙলের ফলা এক, নরম পলির ‘পর!

গোধূলির পথে পথে- হারানো যৌবন এক
নৃত্য-গীতে , অচিন সে সুর
উদয়ের পরে অস্তরাগ!

ভালবাসা, ছোঁয়া ছাড়া বৃথাই সে জীবন
আকুল –পাথার, আনন্দ- বেহাগ!!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত