শিল্পকলায় ‘রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও সংগীতানুষ্ঠান

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৭, ২১:০৫

অনলাইন ডেস্ক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মৃত্যুবার্ষিকী ২০১৭ উপলক্ষে ‘রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গবেষক ড. হায়াৎ মামুদ।

আলোচনা শেষে সমবেত সংগীত তুমি যে সুরের আগুন.. ও আকাশ ভরা সূর্য্য তারা..গানের কথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুদল, ঐ মহামানব আসে, শুভ কর্মপথে নির্ভয়ে গান ও আনন্দ ধ্বনি জাগাও গগনে গানের কথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ, সুরের গুরু দাও গো সুরের দীক্ষা গানের কথায় সরকারী সংগীত মহাবিদ্যালয়।

একক আবৃত্তি করেন নিস্ফল কামনা শিল্পী মাহমুদা আক্তার, দুঃসময় এবং বোঝাপড়া শিল্পী সৈয়দ হাসান ইমাম, বাঁশী এবং তুমি শুধু পঁচিশে বৈশাখ শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়াও কবিগুরুর বিদায় কবিতা আবৃত্তি করেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ।