চাঁপাইনবাবগঞ্জে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:০৯

চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

উদীচী জেলা সংসদের আয়োজনে ২৯ অক্টোবর (রবিবার) বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনায় বক্তরা বাংলাদেশের একটি সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাব্দীতে পদার্পণকে সংগঠনটির উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন- সেলিম রেজা, কবির আলী, কামরুন্নাহার অ্যানি, মেঘলা, বৃষ্টি, বর্ষা, শাহরিয়ার। কবিতা আবৃত্তি করেন- সোহানা, আলিমুর রহমান, কামরুজ্জামান রানু, ফারহানা সুলতানা নিশা। গণসঙ্গীত পরিবেশন করেন- জুয়েল বাবু ও গোলাম মওলা।

জেলা সংসদ সভাপতি কামরুজ্জামান রানুর সভাপতিত্বে উদীচী’র গৌরবজ্জল অতীত ও বর্তমান তুলে ধরে আলোচনায়  বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আমীরুল মোমেনীন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জে গণজাগরণ মঞ্চের মুখপাত্র রফিক হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত