আজ থেকে সার্কভুক্ত দেশের হস্তশিল্প প্রদর্শনী ও নৃত্য উৎসব শুরু

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৭, ১০:৫০

সাহস ডেস্ক

ব্যাপক আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক উৎসব। চার দিনব্যাপী এ উৎসবে সার্কভুক্ত ৮টি দেশের অংশগ্রহণে ‘সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও কর্মশালা’ এবং ‘ঐতিহ্যবাহী নৃত্য উৎসব’ এর আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে রবিবার (৩ ডিসেম্বর) পর্যন্ত সার্ক দেশগুলোর এ আয়োজন শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ, জাতীয় চিত্রশালা ও জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টারের যৌথ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উৎসবের আয়োজন করেছে।

লাকী সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় একাডেমির নন্দনমঞ্চে এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক সচিব ইব্রাহিম হোসেন খান। সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালা বিশেষ অতিথি থাকবেন। ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে।

তিনি বলেন, উৎসবে প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় একাডেমির নন্দনমঞ্চে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে একাডেমির ডিজি বলেন, ১ ও ২ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সার্ক ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হবে। এতে বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার নৃত্যদল অংশগ্রহণ করবে। এছাড়া এ দু’দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্কভূক্ত দেশগুলোর হস্তশিল্প প্রদর্শনী চলবে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায়। এতে ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা ও বাংলাদেশের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন।

তিনি আরো বলেন, সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও নৃত্য উৎসবের অংশ হিসেবে পৃথক দু’টি কর্মশালারও আয়োজন করা হয়েছে। ১ ও ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিত্রশালার ৪ নং গ্যালারিতে হস্তশিল্পের কর্মশালা এবং জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হবে। হস্তশিল্প কর্মশালা পরিচালনা করবেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন ও নৃত্য কর্মশালা পরিচালনা করবেন নৃত্যশিল্পী তামান্না রহমান।

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত