সিরাজগঞ্জে স্বপ্ন দুয়ারের আয়োজনে নবান্ন উৎসব

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮

সোহাগ লুৎফুল কবির

সিরাজগঞ্জে স্বপ্ন দুয়ার সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে নবান্ন উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য  অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যা ৬ থেকে রাত্রি ১১টা পর্যন্ত মূল অনুষ্ঠানের শুরুতেই মোম জ্বালিয়ে, ফানুস উড়িয়ে ও আতশ বাজির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এডভোকেট কেএম হোসেন আলী হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদউদ্দিন পবলু।

মুখ্য আলোচক হিসেবে বিষয়ভিত্তিক তথ্যবহুল আলোচনা করেন জাহাঙ্গীর আলম শোভন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি  ডাঃ দীপক বাপ্পি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসএম আব্দুস ছালাম মামুন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, দলীয় নৃত্য পরিবেশন করে স্বপ্ন দুয়ারের শিল্পীবৃন্দ।

পুথি পাঠ করেন ৭১ টিভি’র রিপোর্টার মাসুদ পারভেজ। অনুষ্টানের অন্যতম আকর্ষণ ছিল জাহাঙ্গীর আলম শোভনের পৃষ্ঠপোষকতায় ভলান্টিয়ার বাংলাদেশের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প। এক্যাম্পে প্রায় দুই শতাধিক লোক ব্লাড গ্রুপিং করে। এছাড়াও অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত