শওকত ওসমান সাহিত্য পুরস্কার পেলেন আহমদ রফিক

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০১৮, ১০:৫৬

অনলাইন ডেস্ক

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত কথাশিল্পী শওকত ওসমানের ১০১ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘শওকত ওসমান সাহিত্য পুরস্কার’ ঘোষণা হল। এবার সাহিত্যকর্মে অবদানের জন্য আজীবন সাহিত্য সম্মাননা পেলেন ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক আহমদ রফিক।

অহমদ রফিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলা একাডেমি'র মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এর আগে শওকত ওসমান সাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকার চেক প্রদান করলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। 

কথাশিল্পী পিতার স্মৃতিচারণ করেন শওকত ওসমান তনয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে শওকত ওসমান পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার রাকিবুল ইসলাম লিটু তাঁর স্বাগত বক্তব্যে বলেন, শওকত ওসমান সারাজীবন শোষিতের পক্ষে কথা বলে গেছেন।