চট্টগ্রামে শিরীষতলায় চলছে বসন্ত উৎসব

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর সিআরবির ছায়াঘেরা শিরীষতলায় শুরু হয়েছে বর্ণাঢ্য বসন্ত উৎসব। চিরায়ত বাংলার ঋতুরাজ বসন্তকে বরণের এই উৎসবের আয়োজন করেছে আবৃত্তি সংগঠন প্রমা।

১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে শুরু হয়ে বসন্তবরণ বসন্তবরণের অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার বলেন, বসন্ত উৎসব বাঙালির প্রাণের উৎসব। শহুরে সভ্যতার চর্চা করতে গিয়ে আমরা বাঙালির অনেক চিরায়ত উৎসব হারিয়েছি। এই উৎসব মনে করিয়ে দেয় আমরা বাঙালি। অসাম্প্রদায়িক চেতনার ধারক বাঙালি।

এসময় সিসিএল চেয়ারম্যান শ্যামল কুমার পালিত বক্তব্য রাখেন। গান, নাচ, কবিতায় চলছে ফাগুন-বসন্ত বরণ। হলুদ শাড়ি পরে, মাথায় খোঁপা বেঁধে নারীরা এসেছেন উৎসবে। কোমল সাজে শিশুদের পদচারণায় মুখর উৎসব প্রাঙ্গণ।সিআরবির শিরীষতলা সকাল থেকে হয়ে উঠেছে বাঙালির প্রাণের মিলন মেলাঙ্গনে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর