পাপ এবং কষ্টের সূত্র

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৮:১৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২০

চেনা জানা অনেক নামে
পুরান পাপের সমান দামে
জীবন চলে তরতড়িয়ে
রকেট বেগে সড়সরিয়ে
মাথার ভেতর ঠুকরে খাওয়া
এর নামই কি কষ্ট পাওয়া?

এই যদি হয় কষ্ট রে ভাই
তাইলে প'রে আর কথা নাই
হর-হামেশাই বুকের ভাঁজে
কষ্ট নামের ব্যথাই বাজে।

সবাই তো ভাই পুন্য খোঁজে
পাপ পেরিয়েই নামাজ রোজে
পাহাড় প্রমাণ অনাগ্রহ
কোন সে শনির অনুগ্রহ?
থমকে ভাবি বারং বারে।

সুয্যি দেবের বুকের জ্বলন
সেই যদি হয় পাপের স্খলন?
বাড়ুক আমার পাপের বোঝা
পাপ পুড়িয়েই পুন্য খোঁজা
চলতে থাকুক অনেক দামে!