সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর- এর মোড়ক উন্মোচন

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৮, ১২:১৭

তাজুল ইসলাম তছলিম

রিপাজ উদ্দিন এর গবেষণা মূলক গ্রন্থ “সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক রিপাজ উদ্দিন, প্রকাশক আবদুল হাকিম নাহিদ, বিআরডিবি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, সাপ্তাহিক হাতিয়ার কথা’র সম্পাদক মাছউদুর রহমান বাবর, রেডিও সাগরদ্বীপ এর পরিচালক শামছুত তিব্রিজ, সাংবাদিক জিএম ইব্রাহিম, কামরুজ্জামান আজিম, এড. মাহবুবুর রহমান এবং শিক্ষক ফরিদা ইয়াছমিন বক্তব্য রাখেন।  

“মেক হাতিয়া গ্রেট এগেইন” স্লোগানকে সামনে রেখে বইটিতে হাতিয়ার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের সচিত্র তথ্য প্রদানসহ হাতিয়াকে কিভাবে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। 

এসময় শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, সংগঠক সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তাগণ বইটি পড়ার মাধ্যমে হাতিয়ার ইতিহাস ঐতিহ্য, সমস্যা-সম্ভাবনা এবং উন্নয়ন ভাবনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে উপকৃত হওয়াসহ স্বপ্নের আধুনিক হাতিয়া গড়তে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত