সাইফ পাওয়ারটেকের রাইট ইস্যুতে সংশোধন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:০৬

সাহস ডেস্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু সংশোধন করা হয়েছে। কোম্পানিটি প্রস্তাবিত রাইটের পরিমাণ ও প্রিমিয়াম সংশোধন করেছে।

গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে।

এর আগে কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিটি শেয়ারে ১০ টাকা ফেসভ্যালুর সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল। গত ১৭ জুলাই কোম্পানির ইজিএমে এ বিষয়ে শেয়ারহোল্ডারা সম্মতি জানিয়েছিল।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত