৫ দিনে ১৪১৭ কোটি টাকা আয়কর আদায়

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১৪:৪৫

সাহস ডেস্ক

আয়কর মেলার প্রথম ৫ দিনে আদায় হয়েছে এক হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। সূত্র এনবিআর।

পাঁচদিনে সারাদেশে ৬ লাখ ৩৮ হাজার ১৬ জন সেবা গ্রহণ করেছেন। সপ্তম আয়কর মেলার প্রথম ৫ দিনে সারাদেশে এক হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকার আয়কর আদায় হয়েছে। আর রিটার্ন দাখিল করেছেন এক লাখ ২১ হাজার ১৩১ জন।

এনবিআর সদস্য কালিপদ হাওলাদার জানান, আমাদের মূল উদ্দেশ্য কর সম্পর্কে জনগণের ভীতি দূর করা। মানুষের উপস্থিতিতে আমরা সন্তুষ্ঠ। আর যে পরিমাণ আয়কর আদায় হয়েছে তা আমাদের আশার চেয়েও বেশি। শেষ দু’দিন আরো বেশি কর আদায় হবে বলে আশা তার।

রাজধানীর আগারগাঁও-এ এনবিআর এর নির্মার্ণাধীন ভবনের ৬২ হাজার বর্গফুট এলাকা জুড়ে হচ্ছে এবারের আয়কর মেলা। করদাতাদের সেবা প্রদানে রয়েছে ২৩টি হেল্প ডেস্ক। প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা বুথ। 

মেলায় কর দিতে আগ্রহীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য রাজধানীর বিভিন্ন জায়গা থেকে রাখা হয়েছে শাটল বাসের ব্যবস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত