মালয়েশিয়া বাংলাদেশের কলা-চাল নিতে আগ্রহী

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:১৪

সাহস ডেস্ক

বাংলাদেশ থেকে কলা ও চাল নিবে মালয়েশিয়া। শুক্রবার (০৯ ডিসেম্বর) পুত্রাজায়ায় সারদাং মাহা সচিবালয়ের বারনাস লাউঞ্জে কৃষিজাত পণ্যের উন্নয়নে সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার কৃষিমন্ত্রী ওয়াইবি দাতো শ্রী আহমদ সাবেরির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ মিশনের হাইকমিশনার মো.শহিদুল ইসলাম।

সে বৈঠকে বিশেষ করে বাংলাদেশ থেকে চাল ও কলা আমদানির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়।

জবাবে মালয়েশিয়ার কৃষিমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

বৈঠকে মালয়েশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ দূতাবাসের  মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ার, কমার্শিয়াল উইং ধনঞ্জয় দাস উপস্থিত ছিলেন।

খ্যাতি রয়েছে নরসিংদী, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ (রামপাল), যশোর, বরিশাল, বগুড়া, রংপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর আর পাবনা অঞ্চলের কলার।

মৌসুমী জলবায়ুর দেশ হওয়ায় দেশের উচ্চভূমিতে সারা বছরই কলার চাষ হয়।

বহুল পরিচিত সাগর কলা ছাড়াও অগ্নিস্বর, অমৃতসাগর, দুধসর, চিনিচাম্পা, সবরি ইত্যাদি জাতের কলা বাংলাদেশে চাষ হয়ে থাকে।

মালয়েশিয়া চাল নিতে শুরু করলে কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, ফিলিপাইন আর ইন্দোনেশিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের বাজার ধরাও বাংলাদেশের পক্ষে সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত