বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ফিলিস্তিন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:০৬

সাহস ডেস্ক

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিন। রবিবার (১১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সঙ্গে দেখা করে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রশিদ মালিকী।   

বৈঠক শেষে ফিলিস্তিনি পররাষ্টমন্ত্রী সাংবাদিকদের বলেন, জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বন্ধু “বাংলাদেশ”। বাংলাদেশের রয়েছে পাকিস্তানের কাছ থেকে লড়াই করে স্বাধীন হওয়ার অভিজ্ঞতা। “বাংলাদেশ” ফিলিস্তিনি জনগণের কাছে একটি অনুপ্রেরণার নাম।   

তিনি বলেন, কেবল রাজনৈতিকভাবেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও পাকিস্তানের চেয়ে এগিয়ে গিয়ে বাংলাদেশ প্রামাণ করেছে, তাদের স্বাধীনতার আন্দোলন মিথ্যা ছিলো না।

ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে অনেকগুলো চুক্তি সই হবে বলেও জানান তিনি।  

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে সবসময় সমর্থন করে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী আরবি ভাষায় অনুবাদ করেছে ফিলিস্তিন। আজকেই আত্মজীবনীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত