ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭

সাহস ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের (১৯ ডিসেম্বর) লেনদেনে মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আর্থিক লেনদেন। 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও আর্থিক লেনদেন কমেছে। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩.০৬ পয়েন্ট বেড়ে ৪৯৪১.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ফলে এ সূচক আগের দিন ন্যায় সোমবারও প্রায় ২ বছর বা ২০১৫ সালের ১৮ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) ডিএসইতে ১ হাজার ১২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৯৭৫ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৫ কোটি ১৪ লাখ টাকার বা ১৪.৮৯ শতাংশ।

ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৫টি কোম্পানির দর কমেছে এবং ৪৩টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমসের শেয়ার। এদিন কোম্পানির ৪৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৩২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, এ্যাপোলো ইস্পাত, সিএমসি কামাল, আইডিএলসি ও ওরিয়ন ফার্মাসিউটিক্যালস।

সোমবার অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২১০.৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে ৫২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২০টি’র, কমেছে ১০৯টি’র এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টি’র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত