সেন্ট্রাল ফার্মার দর বাড়ার কারণ নেই : ডিএসই

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৬, ১২:৫০

সাহস ডেস্ক

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বুধবার (২১ ডিসেম্বর)  সকালে ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

সম্প্রতি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ে। গত ৪ ডিসেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ১৪.৭ টাকা। যা ১১ কার্যদিবস শেষে ২১ ডিসেম্বর লেনদেন শেষে ১৮.৪ টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে দর বেড়েছে ৩.৭ টাকা বা ২৫.১৭ শতাংশ।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এক্ষেত্রে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
এদিকে কোম্পানির ২০১৫-১৬ আর্থিক হিসাবে অসঙ্গতি নিয়ে নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) করেছেন।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ ঋণের বিপরীতে সুদজনিত ব্যয় কম দেখিয়ে ২ কোটি ৩৮ লাখ টাকা বেশি মুনাফা দেখিয়েছে। এ ছাড়া কোম্পানির দীর্ঘমেয়াদি ঋণকে সঠিকভাবে বিভক্ত করা হয়নি বলে নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত